WiFi And Interne Speed চেক করবেন যেভাবে - How To Check WiFi And Internet Speed Originally 2022
আসসালামু আলাইকুম, আপনি যার কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নিয়েছেন সে আপনাকে ঠকাচ্ছে কিনা বা আপনি যে লাইনটা নিয়েছেন সেটা আসলে কত MBPS. আপনার স্পিড টা কম পাচ্ছে কি বেশি পাচ্ছে এটা কিভাবে চেক করবেন মোবাইল এবং কম্পিউটার দিয়ে?। আমারা সব সময় চাই একটা ভালো স্পিড যুক্ত ব্রডব্যান্ড ইন্টারনেট নিতে। অনেক সময় দেখা যায় অনেক ব্রডব্যান্ড মালিক রা বলে যে তারা বেশি স্পিড দিয়েছে কিন্তু অনেক সময় তারা স্পিন্ড কম দেয়। 5 mbps আর কথা বলে 2 mbps দেয়। তো এই সব ফাঁকি ধরতে আর আপনার ফোনের Download স্পিড Upload স্পিড ইন্টারনেট স্পিড কিভাবে দেখবেন সেটাই লিখব এই ব্লগে তো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন। আমি " কাইয়ুম হাসান " স্বাগত জানাচ্ছি Tech Universe এ..
ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য, আপনার ফোনের যে কোনো একটি Browser ওপেন করতে হবে সেটা যেকোনো browser হতে পারে। Browser ওপেন করে সার্চ বার এ লিখতে হবে Speed Test তারপর প্রথম যে website টি আসবে (speed test by okla) এই সাইট এ যেতে হবে,
This Section For [MAK Free BD] User
তারপর website এ GO নামে একটা বাটন দেখতে পাবেন।
ওখানে ক্লিক করবেন । ক্লিক করার পর scan শুরু হবে।
আর কিছুক্ষন এর মধ্যেই আপনার টেস্ট এর রেজাল্ট দেখা যাবে। আপনার ইন্টারনেট speed দেখা যাবে।।।
এ ছাড়াও প্লে স্টোরে এ তাদের এপপ্স আসে চাইলে সেটাvও use করতে আবে।




No comments