যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন মাত্র ১ ক্লিকে - How To Remove Background Easily
অসসলামু আলাইকুম,বিভিন্ন সময় অনলাইনে কাজ করার সময় আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতে পারে। আমরা যারা প্রফেশনাল এডিটর আছি তারা তো খুব সহজে Software use করে করে ফেলবো কিন্তু যারা এডিট জানে না তারা কি করবে? আজকের এই ব্লগ এ আমরা দেখবো কিভাবে কোনো এডিট না জেনে ও মাত্র ৫ সেকেন্ড কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সেটা অটোমেটিকলি হয়ে যাবে আপনাকে কোন কিছুই করতে হবে না। আমি কাইয়ুম হাসান, স্বাগত জানাচ্ছি Tech Universe এ
যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যে কোন একটা ব্রাউজার এ যেতে হবে, সার্চ বক্সে লিখবেন remove bg এটা লিখে সার্চ দিবেন একদম প্রথমে যে ওয়েবসাইট টা রয়েছে (remove bg) ওয়েবসাইট টাতে ক্লিক করে দিবেন । ক্লিক করে যাওয়া মাত্র কাঙ্খিত ওয়েবসাইট টা ওপেন হয়ে যাবে।
এরপর দেখতে পারবেন এরকম Upload Image একটা অপশন রয়েছে। এখান থেকে Upload Image এ ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। ছবি সিলেক্ট করে দেওয়া মাত্রই ওয়েবসাইটে ছবিটা আপলোড হবে।
আপলোড হওয়ার মাত্র পাঁচ সেকেন্ডের ভিতর এই ওয়েবসাইট অটোমেটিকলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে দিয়ে দিবে।
ছবি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন চলে এসেসে। তো এর দেরি কেনো অপশন এ ক্লিক করে ছবি তা ডাউনলোড করে নিন।
সত্যি বলতে এটি একটি অসাধারণ ওয়েবসাইট। জাস্ট আপলোড করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। আমার অনেক পছন্দের সাইট গুলার মধ্যে এটি একটি। তো, এবার চাইলেই আপনি ছবিটি যে কোনো কাজে Use করতে পারবেন। তো আজ এখানেই থাক , আবার একটা ব্লগ নিয়ে খুব তারাতারি হাজির হবো। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্ৰেন্ডদের মাঝে শেয়ার করবেন।
Take ♥️ From- Kaium Hasan




No comments