TikTok এর মতো ভিডিও এডিট নিমিষেই।Top 1 Tiktok Video Editor Apps.
টিকটক ভিডিও তো প্রায় সবাই দেখেছেন। কখনো কি ভেবেছেন কিভাবে এসব ভিডিও এডিট করা হয়। এসব ভিডিও তে তারা কিছু ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করে যা আপনি মনে করতে পারেন পোস্ট-প্রোডাকশনে কিছু ভিডিও এডিটিং সফ্টওয়্যার দিয়ে এগুলা করা। আপনি চাইলেই এরকম ভিজ্যুয়াল ইফেক্ট সম্পূর্ণ ভিডিও তৈরী করতে পারেন আপনার হাতে থাকা Android ফোনে use করে। পরিচয় করে এমন একটি app এর সাথে যেটা use করে আপনি এই রকম ভিডিও এডিট করতে পারবেন।
App টির নাম CapCut। CapCut হল 2022 সালের সেরা ভিডিও এডিটিং App গুলার মধ্যে একটি, ঠিক KineMaster-এর মতো, এটি জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম TikTok-এর ডিফল্ট ভিডিও এডিটিং অ্যাপ হিসেবে ব্যবহৃত হয়। চলুন Capcut সম্পর্কে আরো জানি এবং ভিডিও এডিটিং প্রসেস সম্পর্কে জানি। আমি কাইয়ুম হাসান । স্বাগত জানাচ্ছি Tech Universe এ
Capcut ব্যবহার করে স্মার্টফোনে যেকোনো সময়, যে কোনো জায়গায় চমৎকার ভিডিও তৈরি করতে পারবেন। কোনো রকম দক্ষতা ছাড়া ।সোজা ইন্টারফেস,কাজ সমৃদ্ধ কপিরাইট্মুক্ত গানব্যবহার করার জন্য টেমপ্লেটের একটি বান্ডিল ট্রেন্ডিং ইফেক্ট, ফিল্টার এবং ট্রানজিশন। এতে প্রয়োজনীয় সব Effect আছে।
🔶ভিডিও এডিটিং ফাংশন
একটি সহজে-ব্যবহারযোগ্য অ্যাপ হিসাবে এটি অন্যতম।ভিডিও Cut করা থেকে শুরু করে অনেক ভিডিও একত্রিত করা, ভিডিও Format পরিবর্তন করা থেকে Slow motion, Fast Motion, ভিডিও রিভার্স করা পর্যন্তু সব কিছু করতে পারবেন Capcut ব্যবহার করে। এছাড়াও পাবেন Multi Layer নিয়ে কাজ করার সুযোগ। পাশাপাশি Green Screen নিয়ে কাজ করার সুযোগ। এবং Audio নিয়ে কাজ করার সুযোগ।
টেম্পলেট-Template
Capcut আছে ready কিছু ভিডিও Template । আপনি চাইলে সে গুলার Image Change করে সহজেই এবং অতি দ্রুত ভিডিও তৈরি করতে পারেন।
অডিও এডিটিং
Capcut এ আছে Copyright Free গানের এক বিশাল লাইব্রেরি । এছাড়াও আপনার ফোন থেকে যে কোনো গান use করতে পারবেন। যেকোনো ভিডিও থেকে অডিও করতে পারবেন। অডিও Cut , Noise Reduction, sound কমানো বাড়ানো সব সুযোগ থাকসে এটায়।
টেক্সট এডিটিং
Capcut এ আছে Text এডিটিং করার জন্য সব ফিচার। ইচ্ছা মতো text ফন্ট use করার সুযোগ। Text Background , outline, shadow, সব ফিচার।
স্টিকার
এতে আপনার প্রয়োজনীয় প্রায় সব স্টিকার আছে এতে । বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা আছে এই স্টিকার গুলা
যা আপনার ভিডিও অনুযায়ি use করতে পারবেন। এ ছাড়াও সব Emoji use করার সুযোগ থাকছে Capcut এ
ফিল্টার
CapCut-এ বিভিন্ন পূর্বনির্ধারিত ফিল্টার রয়েছে, যা আপনি আপনার পছন্দ অনুযায়ী use করতে পারেন। প্রাথমিক ক্লিপ এবং ওভারলে উভয় ফিল্টার যোগ করা যেতে পারে.
Capcut Playstore এ Available আছে। সহজেই download করতে পারবেন।

No comments