Header Ads

Header ADS

সেরা ৫ টি ভিডিও এডিটর অ্যাপ l Top 5 Video editor app for android.

যত দিন যাচ্ছে টেকনোলজি ততই উন্নত হচ্ছে। অনেকেরেই ধারনা কম্পিউটার ছাড়া হয়তো বা ভালো ভিডিও এডিট সম্ভব না। কিন্তু এই ধারণা সম্পুর্ণ ভুল।‌এখন চাইলেই আপনার হাতে থাকা ফোনটা ব্যবহার করে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। চলুন পরিচয় করে দেই এমন ৫‌‌ টি সেরা ভিডিও এডিটর অ্যাপ। আমি কাইয়ুম হাসান । স্বাগত জানাচ্ছি Tech Universe এ

সেরা ৫ টি ভিডিও এডিটর অ্যাপ।

1. Kine Master

2. Power director

3. Inshort

4. video show

5. Filmora go


চলুন এবার জানি অ্যাপ গুলার Feature সম্পর্কে।

1. Kine Master

Kine Master আমরা ১ নাম্বার এ রাখসি কারন। Kine Master ব্যবহার করে চাইলে শর্টফিল্ম পর্যন্তু এডিট করতে পারবেন। Kine Master এর use করা অনেক সহজ যে কেউ চাইলেই এটা use করতে পারবে। 4k তে আপনি ভিডিও সেভ করতে পারবেন। এছাড়াও এতে আছে বিভিন্ন ধরনের Transection effect সহ আরো নানা ধরণের effect. পাচ্ছেন ভিডিও লেয়ার নিয়ে কাজ করার সুযোগ। এছাড়াও choroma key(green screen) ব্যবহার করার সুযোগ। color effect সহ আরো অনেক কিছু। এক কথায় Kine Master অসাধারণ একটি অ্যাপ। অনেক বড় বড় YouTuber রা এই App টি ব্যবহার করে ভিডিও এডিট করে। তবে এতে ফ্রী এর পাশাপাশি প্র feature আছে যেগুলা টাকা দিয়ে কিনতে হয়। এই App টি Play store and App store এ Available আছে।

2. Power Director

Power Director App টি অনেকটা kine master এর মতোই । এতেও Kine Master এর সব Feature পেয়ে যাবেন। Choroma key, Transection effect, Color effect, Multi layer, music সহ সব। শর্টফিল্ম থেকে শুরু করে সব ধরনের ভিডিও এডিট করতে পারবেন। তবে এতে ফ্রী এর পাশাপাশি প্র feature আছে যেগুলা টাকা দিয়ে কিনতে হয়। App টি Play store and App store এ Available আছে।

3. Inshort

ট্রিম অ্যান্ড কাট ভিডিও/মুভি, মিউজিক, টেক্সট, স্টিকার এবং গ্লিচ ইফেক্ট, ব্লার ব্যাকগ্রাউন্ড এবং নো ক্রপের মতো ফিচার সহ একটি মুভি মেকার হওয়ার পাশাপাশি inshort অ্যান্ড্রয়েডের জন্য একটি শক্তিশালী ভিডিও এডিটিং অ্যাপ। এটি মৌলিক কিন্তু শক্তিশালী ভিডিও সম্পাদনা বৈশিষ্ট্য প্রদান করে, এইভাবে আপনাকে আপনার সৃজনশীল দক্ষতা পরীক্ষা করতে সহায়তা করে। এটি আপনাকে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদির জন্য সহজে অবিশ্বাস্য ভিডিও তৈরি করতে উত্সাহিত করে। App টি Play store and App store এ Available আছে।

This Section For [MAK Free BD] User

4. Video Show

VideoShow চমৎকার ভিডিও এডিটর App । এটি নতুনদের জন্য একটি সহজ এবং ব্যবহারিক ভিডিও এডিটিং অ্যাপ । এতে Reverse, marge,trim,split সহ আরো অনেক Feature আছে। VideoShow আপনাকে যেকোনো ভিডিওতে সাবটাইটেল যোগ করতে বা এর অডিও পরিবর্তন করতে দেয়। Slideshow ভিডিও তৈরী করার জন্য এটি বেস্ট App ।এছাড়াও নানা ধরনের ফিল্টারের ভর্তি এই App .App টি Play store and App store এ Available আছে।

5.Filmora go

বেশ শক্তিশালী ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন, ফিলমোরা গো । এই App টি ফ্রি ভিডিও এডিটিং অ্যাপগুলির মধ্যে একটি । এটি আপনাকে বিভিন্ন ধরণের Effect এবং preset ব্যবহার করে ভিডিও তৈরি করতে সহায়তা করে। আপনি সরাসরি প্ল্যাটফর্ম থেকে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এ ভিডিওটি শেয়ার করতে পারবেন।App টি Play store and App store এ Available আছে।

No comments

Powered by Blogger.