যে কোন ফাইল হাইড করে রাখুন কোনো আ্যাপস ছাড়াই - How To Hide File Without Any App
আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আসেন। এই ব্লগ এ আমি আপনাদের দেখাবো কি ভাবে যে কোনো ফাইল Hide করা যায় কোনো ধরনের App ব্যবহার ছাড়াই। আর এটা ১০০% নিরাপদ ফাইল হারানো বা ডিলিট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি কাইয়ুম হাসান, স্বাগত জানাচ্ছি Tech Universe এ..
হ্যাঁ, আমাদের কাছে অনেক সময় এমন কিছু personal ফাইল,ভিডিও, ছবি থাকে যে গুলা আমরা কাউকে দেখাতে চাইনা। অনেকেই এসব ফাইল Hide করার জন্য play store থেকে কিছু App ডাউনলোড করে use করে। অনেক সময় দেখা যায় এই App গুলা কাজ করে না। অনেক সময় এই app গুলা থেকে ফাইল হারিয়ে যায়। app uninstall করলে ফাইল চিরতরে হারিয়ে যায়।
এই সব ফাইল Hider App use করা কিন্তু নিরাপদ না। এই সব app ফোনের অনেক ক্ষতি করে । এই সব app এ থাকা ফাইল অনেক সময় নষ্ট হয়, যেগুলা আর রিকভার করা যায় না। এমন কি অনেক Apps আপনার এই গুরুত্বপূর্ণ ফাইল গুলা চুরি করে। পাশাপাশি ফোনের ও অনেক ডেটা চুরি করে। তাই এসব Apps Use করে নিজের ক্ষতি করবেন না। আপনার ফোনে থাকলে এখনই ডিলিট করে ফেলুন। আগেই বলছিলাম, এই ব্লগ এ কোনো Apps Use ছাড়াই Personal ফাইল Hide and Unhide করা শিখাবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক,
আমি প্রত্যেক টা Step আপনাদের বোঝার সুবিধার জন্য ScreenShot এর মাধ্যমে নিচে দিয়েছি, একটু মনোযোগ সহ কারে দেখবেন।
যে ভাবে ফাইল Hide করবেন:
Step 1:
প্রথমে আপনার ফাইল গুলা (ছবি,ভিডিও,অডিও,অন্যান্য ফাইল) একটা নির্দিষ্ট folder আর মাঝে রাখবেন। তারপর Folder টায় একটু চেপে ধরে থাকবেন Folder তা সিলেক্ট হয়ে গেলে নিচে "... থ্রি ডট" অপশন পাবেন ওখান থেকে Rename অপশন এ ক্লিক করবেন।
Step 2:
এরপর Rename অপশন এ ফাইল টার নামের আগে একটা (.) ডট দিবেন । এবং OK তে ক্লিক করবেন।
Ok তে ক্লিক করলেই দেখতে পাবেন Folder টি আর নেই এটা সম্পর্ণু Hide হয়ে গেছে। এতে থাকা ভিডিও গুলা ও Gallary থেকে Hide হয়ে যাবে।
যে ভাবে ফাইল Unhide করবেন:
Step 1:
ওখানে দেখতে পাবে চোখের কোনো আইকন আছে কিনা । না থাকলে "... থ্রি ডট" অপশন এ ক্লিক করবেন এবং ওখানে Show Hidden File নামে এ ভালো অপশন পাবেন ওখানে ক্লিক করবেন । ক্লিক করলেই Hide করা Folder টা দেখতে পাবেন।
চোখের আইকন থাকলে:
চোখের আইকন না থাকলে:
Step 2:
আবার আগের মতো করে Rename অপশন এ যাবেন এবং নামের আগে যে ডট টি দিছিলেন ঐটা কেটে দেবেন and Ok তে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফাইল টি দেখতে পাবেন । ফাইল টা Unhide হয়ে যাবে।
তো আশা করে এই ছোট কিছু Step ফলো করে কোনো Apps Use ছাড়াই যে কোনো ফাইল Hide করতে পারবেন 30 second এর মধ্যেই। আর আবার বলি, এইটা কিন্তু ১০০% নিরাপদ। আশা আজকের ব্লগ টি আপনার জন্য Informative ছিলো। আজ এখানে বিদায় নিচ্ছি কথা হবে আরো একটা Informative টপিক নিয়ে খুব তারাতারি। চাইলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর যে কোনো বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে আমাদের website এর Contact অপশন থেকে । আল্লাহ হাফেজ।













No comments