Header Ads

Header ADS

রোবটিক্স কি?- What's Robotics?

টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা হয় সেই শাখাকে রোবটিকস বলা হয়। Robotics (রোবটিকস) শব্দটির উৎপত্তি হয় 'Robot' (রোবট) শব্দ থেকে। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মত কাজ করতে পারে, তাকে বলা হয় রোবট। এটা একটি স্বনিয়ন্ত্রিত কম্পিউটার পদ্ধতি। জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয়', সনি কর্পোরেশনের 'আইবো', হোন্ডা কোম্পানির 'আসিমো ইত্যাদি রোবট প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে।



একটি সাধারণ রোবটে নিচের উপাদান বা অংশগুলো থাকে। যথা-

1. পাওয়ার সিস্টেম (Power System) :

সাধারণত লেড এসিড রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়।

2.অ্যাকচুয়েটর (Actuator) :

রোবটের হাত-পা অথবা বিশেষ ভাবে তৈরি কোনো অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করা জন্য কতগুলো বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো, অ্যাকচুয়েটর। একে রোবটের হাত ও পায়ের পেশী বলেও অভিহিত করা যায়।

This Section For [MAK Free BD] User

3. অনুভূতি (Sensing) : 

অনুভূতি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মত অনুভূতি তৈরি করা হয়।

4. ম্যানিপিউলেশন বা পরিবর্তন করা (Manipulation) :

 রোবটের আশেপাশের অবস্থান পরিবর্তন বা বস্তুটিকে পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপিউলেশন। সাধারণ রোবটের হাত-পা এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে।

রোবটিক্স গুরুত্ব

অতি সূক্ষ্ম কাজ যেমন: ইলেকট্রনিক্স এর IC এবং PCB (Printed Circuit Board) বানানোর জন্য রোবট ব্যবহৃত হয়।বিভিন্ন শিল্প কারখানায় জিনিসপত্র উঠানামা ও স্থাপনের জন্য রোবট কাজে লাগানো যায়। কলকারখানায় জিনিসপত্র সংযোজন, প্যাকিং এবং জিনিসপত্র পরিবহনের জন্য রোবটের ব্যবহার ফলপ্রসু।

যুদ্ধক্ষেত্রে যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায়। এই সমস্ত রোট দূর নিয়ন্ত্রিত হওয়ায় যে কোনো মুহুর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

চিকিৎসা ক্ষেত্রে সার্জারির কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে।

No comments

Powered by Blogger.