তথ্য প্রযুক্তি ?What is Information Technology?
তথ্য প্রযুক্তি (Information Technology)
তথ্য সংগ্রহ, এর সত্যতা এবং বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি ( Information Technology)। সংক্ষেপে এই প্রযুক্তিকে IT বলা হয়।
বিশ্বগ্রাম (Global Village)
কানাডার বিখ্যাত দার্শনিক মারশেল ম্যাকলুহান (Marshall McLuhan) | সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ' কথাটি ব্যবহার করেন। ম্যাকলুহান তাঁর প্রকাশিত দুইটি গ্রন্থ 'The Gutenberg: The Making of Typographic Man' এবং 'Understanding Media তে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন। গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে। ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ এমন একটি শব্দ যেখানে গোটা পৃথিবীকে একটি গ্রাম হিসেবে কল্পনা করা হয়। পৃথিবীর প্রায় সব দেশেই গ্রাম রয়েছে। একটি গ্রামের সকল মানুষ যেমন খুব সহজেই তাদের দৈনন্দিন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, তেমনি এখন পৃথিবীর মানুষ খুব সহজেই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল লক্ষ্যই হচ্ছে এমন একটি বিশ্ব গঠন করা যেখানে যে কোনো ব্যক্তি বিশ্বের যে কোনো স্থান হতে যে কোনো সময় উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে পারে।
This Section For [MAK Free BD] User
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান
১. হার্ডওয়্যার (Hardware)
২.নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি(Connectivity)
৩. সফটওয়্যার (Software)
৪. ডেটা (Data)
৫. মানুষের সক্ষমতা (Capacity)
Source:
Easy কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
লেখক: ডা. মোঃ শানেওয়াজ হোসেন জর্জ [এমবিবিএস ( ঢামেক); বিসিএস (২৫ তম)]

No comments